ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নসিমন চালক নিহত

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০১, ১১ জুলাই ২০২০ | আপডেট: ১৭:১৮, ১১ জুলাই ২০২০

বাগেরহাটের ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় সৈয়দ স্বাধীন (১৬) নামের নসিমন চালক নিহত হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে খুলনা মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার মুলঘর নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ভবনের দেওয়ালে ধাক্কা লেগে স্বাধীন আহত হয়। 

স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিহত স্বাধীন মূলঘর এলাকার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানান, ফলতিতা-বটতলা থেকে খুলনা-মাওয়া মহাসড়ক দিয়ে সৈয়দ স্বাধীন নিজেই নসিমন চালিয়ে যাচ্ছিল ফকিরহাট বাজারের দিকে। মূলঘর নামক স্থানে পৌছালে নিয়ন্ত্রণ হারিয়ে তার নসিমন উল্টে যায়। রাস্তার পাশের একটি দেওয়ালের সাথে ধাক্কা লেগে সে মারাত্মক আহত হয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ মোহাম্মাদ খায়রুল আনাম বিষয়টি নিশ্চিত করেছেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি