ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৪, ১১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

সিরাজগঞ্জে ইয়াবাসহ ফয়সাল আহমেদ (৩১) ও মাসুদ রানা (৩৮) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান র‌্যাব-১২ সদস্যরা। আটককৃত ফয়সাল সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের ফকিরতলা গ্রামের আলহাজ্ব শওকত আলীর ছেলে ও মাসুদ একই ইউনিয়নের শালুয়াভিটা গ্রামের মৃত.আব্দুস সোবহানের ছেলে। 

শনিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন ম্পেশাল কোম্পানী র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার এএসপি মো. শফিকুর রহমান। 

তিনি জানান,শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ফকিরতলা এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবাসহ ওই দু'জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। 
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি