ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযোদ্ধা জিল্লুর রহমান আর নেই

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:০০, ১১ জুলাই ২০২০ | আপডেট: ২১:০১, ১১ জুলাই ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল গ্রামের বীর মুক্তিযোদ্ধা হাজী জিল্লুর রহমান মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে ও পাঁচ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

শুক্রবার রাতে গ্রামে সিরাজনগর ঈদগাহ মাঠে জিল্লুর রহমানের নামাজে জানাজা অনুষ্ঠান শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। 

তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার । 

এর আগে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। বার্ধক্যজনিত কারণে মুক্তিযোদ্ধা হাজী জিল রহমান শুক্রবার বিকালে বুধল গ্রামে নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। 

হাজী জিল্লুর রহমান দীর্ঘদিন ধরে বুধল উচ্চ বিদ্যলয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া, বুধল কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি, বুধল বাজার তাফসির কমিটির সভাপতির দায়িত্বে ছিলেন। 

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি