ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে শিশু-কিশোরদের মাঝে স্বাস্থ্য সরঞ্জাম বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৬, ১১ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁও জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও ওঁড়াও সম্প্রদায়ের শতাধিক শিশু ও কিশোর-কিশোরীদের মাঝে করোনা প্রতিরোধী মাস্ক, স্যানিটাইজার ও হ্যান্ড গ্লাভস বিতরণ করা হয়েছে। স্থানীয় হিমালয় মুক্ত মহাদল (স্কাউট) এর উদ্যোগে শনিবার সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরণ করা হয়। 

বিতরণকালে কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম কিবরিয়া মন্ডল, উপাধ্যক্ষ আব্দুল মজিদ, ইংরেজী বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল জলিল, জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি প্রবীর কুমার গুপ্ত বুয়া, বাংলাদেশ স্কাউটের (এলটি) আঞ্জুমান আরা বেবী, হিমালয় মুক্ত মহাদলের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, আদিবাসী ওড়াঁও সংঘের সভাপতি ডমিনিক তিগ্যা, সাধারণ সম্পাদক মাইকেল মিন্জ, সদস্য সুবাস কুম্মা উপস্থিত ছিলেন। 

কর্তৃপক্ষ জানান, স্বাস্থ্য সুরক্ষায় জেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে প্রায় এক হাজার শিশু কিশোর ও কিশোরীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে। 

উল্লেখ্য, এ সংগঠনের উদ্যোগে সম্প্রতি জেলার অর্ধশত সংবাদকর্মীর মাঝে পিপিই, মাস্ক, স্যানিটাইজারসহ বিতরণ করা হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি