ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভোলায় মেধাবী ছাত্রী রোকসানার রহস্যজনক মৃত্যু, বিচারের দাবি

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ২৩:২১, ১১ জুলাই ২০২০

ভোলা সরকারি কলেজের রাষ্ট্র বিজ্ঞানের মেধাবী ছাত্রী ও দৌলতখান উপজেলার জয়নগর এলাকার রোকসানা বেগমের রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাট হাসপাতালের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন তার সহপাঠি ও এলাকাবাসী।

এসময় মানববন্ধনে বক্তারা জানান, গত ১০ জুন (বুধবার) বিকেলে রোকসানা বেগমের স্বামী মো. রুবেলের বাড়ি একই উপজেলার দক্ষিণ জয়নগর ৪নং ওয়ার্ডের রহস্যজনক মৃত্যু হয়। এঘটনার পর এখন পর্যন্ত কোন সঠিক পুলিশি তদন্ত হয়নি। তাই তারা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচির মাধ্যমে এই হত্যা মামলা গ্রহণসহ সঠিক পুলিশি তদন্তের মাধ্যমে এর সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবি জানান তারা। এসময় বক্তব্য রাখেন, নিহত রোকসনা বেগমের বাবা আবুল কাসেম, চাচা মো.আবু তাহেরসহ তার কলেজের সহপাঠীরা।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি