ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনায় আক্রান্ত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫১, ১১ জুলাই ২০২০ | আপডেট: ০০:০২, ১২ জুলাই ২০২০

নাটোরে গুরুদাসপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.তমাল হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার রাত ৮টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ল্যাব থেকে এ তথ্য জানানো হয়।
 
নাটোরের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান গুরুদাসপুর ইউএনও মো.তমাল হোসেন করোনা আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ইউএনও ও তার পরিবারের সকলেই সুস্থ রয়েছেন। স্থানীয় চিকিৎসকগণ সার্বক্ষনিক তার খোঁজ নিচ্ছেন। এছাড়া আজ আরও ১২ জন আক্রান্ত হয়েছেন।  

এদিকে করোনায় জীবনবাজি রেখে জনগণের দোরগোড়ায় যিনি সব সময় সেবা নিশ্চিত করেছেন সেই গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তমাল হোসেন করোনায় আক্রান্ত হওয়ায় তার সুস্থতা কামনা করেছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ সহ জেলা ও উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। 
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি