বাউফলে সাংবাদিক ও পুলিশসহ ৯ জন আক্রান্ত
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত : ০০:০৭, ১২ জুলাই ২০২০

পটুয়াখালীর বাউফলে ৭ পুলিশ সদস্য ও এক সাংবাদিক পরিবারের দুইজন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। এরা সবাই হোম আইসোলেশনে আছেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা (পিকেসা) জানান, এ নিয়ে উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭৮ জন।
এদিকে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চললেও উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণের মাঝে স্বাস্থ্য বিধি মেনে চলার উদাসীনতায় আসন্ন ঈদ লাগোয়া সময়ে করোনা সংক্রমণ আরও বাড়তে পারে এমন আশঙ্কা সচেতন মহলের।
কেআই/