ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ফের পানিবন্দি কয়েক হাজার মানুষ

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১০:৫৩, ১২ জুলাই ২০২০

যমুনায় টানা দুই দিন ধরে পানি বাড়তে থাকায় সিরাজগঞ্জে দ্বিতীয় দফা বন্যার আশঙ্কা প্রবল হচ্ছে। ইতোমধ্যে জেলা সদরসহ কয়েকটি উপজেলার কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। 

গত ২৪ ঘণ্টায় নদীর পানি শহরের হার্ড পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়ে আজ রোববার সকালে তা বিপদসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ কারণে জেলার যমুনা তীরবর্তী নিম্নাঞ্চল কাজিপুর, সদর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার বেশ কিছু এলাকা আবারও প্লাবিত হয়েছে। বানভাসি মানুষের মাঝে নতুন করে দেখা দিয়েছে দুর্ভোগ। উজানে পাহাড়ি ঢল ও ভারি বৃষ্টিপাতে বড় ধরনের বন্যার আশঙ্কায় মানুষের মাঝে দেখা দিয়েছে আতংক। 

এদিকে, চৌহালীতে অবৈধ ড্রেজার দিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করায় নদীর গতীপথ পরিবর্তন হয়ে এপার-ওপার দেখা দিয়েছে ভাঙ্গন। এনায়েতপুরের আড়কান্দি, ঘাটাবাড়ি, পাকড়তলা এলাকার ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে।

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি