ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বাগেরহাটে বজ্রপাতে সোহাগ গাজীর মৃত্যু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৩, ১২ জুলাই ২০২০

বাগেরহাটের রামপালে বজ্রপাতে সোহাগ গাজী (৩৫) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। রোববার (১২ জুলাই) দুপুরে রামপাল উপজেলার কামরাঙ্গা গ্রামের নিজ বাড়ি ঘটনা ঘটে। নিহত সোহাগ গাজী কামরাঙ্গা গ্রামের খাদেম গাজীর ছেলে।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ দেলোয়ার হোসেন বলেন, রোববার দুপুরে ঘর থেকে বের হয়ে বাজারে যাচ্ছিল সোহাগ। বাড়ির সামনের রাস্তা পর্যন্ত আসতেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই সোহাগ গাজী মারা যায়। পরিবারের সদস্যরা সোহাগের মরদেহ উদ্ধার করেছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি