ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

রাজশাহীতে উপসর্গে ট্রাফিক পুলিশের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:৩৫, ১২ জুলাই ২০২০

রাজশাহীতে করোনা উপসর্গ নিয়ে এক ট্রাফিক পুলিশের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল সাড়ে ৮টায় নগরীর অভায়ার মোড় এলাকায় মেয়ের বাসায় হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় তিনি মারা যান।

মৃত ট্রাফিক পুলিশের নাম মোজাফ্ফর হোসেন (৫৫)। তিনি রাজশাহী মহানগর পুলিশের ট্রাফিক বিভাগে কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা ইউনিয়নের হাজি গোবিন্দপুর গ্রামের ফকিরপাড়ার মৃত জাবান আলীর ছেলে। তার পরিবার গ্রামের বাড়িতে এবং তিনি পুলিশ লাইন্স ব্যারাকে থাকতেন।

মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার গোলাম রুহুল কুদ্দুস বলেন, ‘তিনি গত ৭ জুলাই জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। পরে তিনি পুলিশ হাসপাতালে যোগাযোগ করে প্রাথমিক চিকিৎসা নিয়ে নগরের মেয়ের বাড়িতে হোম কোয়ারেন্টাইনে চলে যান। সেখানে তিনি আজ সকালে মারা যান। করোনা পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফনের ব্যবস্থা করা হয়েছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি