ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভোলায় এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের মানববন্ধন  

ভোলা প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৩, ১২ জুলাই ২০২০

ভোলায় বেসরকারি কলেজের অনার্স-মাস্টার্স কোর্সেও শিক্ষকদেরও এমপিওভুক্তকরণ ও জনবল কাঠামো পরিবর্তনের দাবিতে মানববন্ধন ও অবস্থান ধর্মঘট পালন করেছেন শিক্ষকরা। রোববার প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেয়া হয়। 

শিক্ষকরা জানান,তারা কলেজের শিক্ষক, শিক্ষার্থীদেরও পাঠদান করাচ্ছেন, অথচ তেমন বেতন পাচ্ছেন না। এ যুগে বেতন ছাড়া একজন শিক্ষক কিভাবে পরিবার পরিজন নিয়ে বেঁচে থাকতে পারেন, এমন কথা জানিয়ে বক্তব্য রাখেন অনার্স মাস্টার্স শিক্ষক ফোরামের আহ্বায়ক মো.জসিম উদ্দিন, সদস্য সচিব বিপ্লব চন্দ্র মন্ডল।
কেআই/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি