ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩৫, ১২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় আইয়ুব আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়। শনিবার দুপুর ২টার দিকে মালঞ্চি রেল স্টেশনের আগে উপজেলার ধুলাউরি এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত অইয়ুব আলী ধুলাউরি গ্রামের মৃত আজির উদ্দিনের ছেলে।

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অসুস্থ আইয়ুব আলী শনিবার দুপুরে বাড়ির পাশে একটি চায়ের দোকান থেকে বাড়ি ফিরছিলেন। পথে নাটোর-ঈশ্বরদী রেললাইন অতিক্রম করার সময় ঢাকাগামী আন্তনগর কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লেগে আইয়ুব আলী দুরে ছিটকে পড়েন। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি