ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে ছাত্রলীগের উদ্যোগে মাস্ক বিতরণ

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৯, ১২ জুলাই ২০২০

নোয়াখালীতে করোনাভাইরাস সংক্রমণ রোধ ও সচেতনতা বৃদ্ধির লক্ষে নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর পক্ষ থেকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সচেতনতনামূলক লিফলেট বিতরণ করছে ছাত্রলীগ।

রোববার (১২ জুলাই ) সারাদিন নোয়াখালী শহরের বিভিন্ন এলাকায় সাধারণ পথচারী ও যানবাহনের চালকদের মাঝে এসব সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

নোয়াখালী ৪ আসনের সংসদ একরামুল করিম চৌধুরী পুরো নোয়াখালীতে কোভিড ১৯ এর সচেতনতা আরও বেগবান করতে বিনামূল্যে মাস্ক বিতরণের নির্দেশনা দিয়েছেন। তারই ধারাবাহিকতায় নোয়াখালী পৌরসভা এলাকায় সাবেক ছাত্রলীগ নেতা ইমাম হোসেন রাসেল ও নোয়াখালী পৌর ছাত্রলীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক প্রার্থী মাকসুদুর রহমান রনির নেতৃত্বে বিনামূল্যে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি