ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ২২:৩৪, ১২ জুলাই ২০২০

নওগাঁর রাণীনগরে নামাজ পড়া অবস্থায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী সামছুন নাহারের (৪০) নিহত হয়েছে। রোববার (১২ জুলাই) বিকেল ৫টায় জেলার রাণীনগর উপজেলার আতাইকুলা মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘাতক স্বামী সিরাজুল ইসলাম আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আতাইকুলা মধ্যপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৪৮) ও তার স্ত্রী সামছুন   নাহারের (৪০) সঙ্গে   দীর্ঘদিন যাবত পারিবারিক কলহ চলছিলো। রোববার বিকেলে সামছুন নাহার নিজ ঘরে আসরের নামাজ পড়ার সময় তার স্বামী পেছন দিক থেকে ছুরিকাঘাত করে। 

এসময় বিষয়টি বাড়ি অন্য সদস্যরা জানতে পেরে স্ত্রী সামছুন নাহারকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। অপরদিকে ছুরিকাঘাত করে পালানোর সময় গ্রামবাসীরা সিরাজুলকে আটক করে পুলিশের কাছে সোর্পদ করেছে। 

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল হক বিষয়টি নিশ্চিত করে জানান,ঘাতক সিরাজুল ইসলামকে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আগামীকাল তাকে আদালতে সোর্পদ করা হবে। এদিকে লাশ উদ্ধারের জন্য সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি