ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হিলিতে ননএমপিও শিক্ষক কর্মচারীদের মাঝে অনুদান প্রদান 

হিলি প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:৪০, ১২ জুলাই ২০২০ | আপডেট: ২৩:৪৬, ১২ জুলাই ২০২০

দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ ননএমপিও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারিবৃন্দের মাঝে বিশেষ অনুদানের চেক বিতরণ করা হয়েছে। 

হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার বিকেল ৪টায় উপজেলা পরিষদের হলরুমে দিনাজপুর-৬ আসনের এমপি শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করেন। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৯জন শিক্ষককে ৫ হাজার ও ১৭জন কর্মচারীকে ২ হাজার ৫'শ টাকার চেক বিতরণ করা হয়।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলমের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, ওসি আব্দুর রাজ্জাক আকন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বোরহান উদ্দিনসহ অনেকে।
কেআই/ 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি