ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

হিলিতে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ০০:১১, ১৩ জুলাই ২০২০

দিনাজপুরের হিলিতে সামাজিক সুরক্ষা বলয় সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কতৃক প্রদত্ত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার কার্ড বিতরণ করা হয়েছে।

হাকিমপুর (হিলি) পৌরসভার আয়োজনে রোববার বিকেল সাড়ে ৪টায় হাকিমপুর উপজেলা পরিষদ হলরুমে দিনাজপুর-৬ আসনের সাংসদ শিবলী সাদিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে এসব বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধি ভাতার কার্ড বিতরণ করেন। সর্বমোট ৩৩৫জনকে এই কার্ড বিতরণ করা হয়। 

হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে এতে আরও উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিম আহমেদ টুকুসহ অনেকে।

পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন এমপি শিবলী সাদিক। এসময় সেখানে চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কেআই/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি