ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাউফলে করোনা উপসর্গে যুবকের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:২০, ১৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

পটুয়াখালীর বাউফলে ধানদী বোর্ড অফিস বাজার সংলগ্ন এলাকায় করোনা উপসর্গ নিয়ে সজল (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১২ জুলাই) রাত ৪টার দিকে তার শশুর আনছার জোমাদ্দারের বাড়িতে তিনি মারা যান। 

স্থানীয় ইউপি সদস্য আ. লতিফ মোল্লা সজলের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। মৃত সজল উপজেলার মদনপুর মৃধার বাজার এলাকার ছালাম গাজীর ছেলে। সে একটি ফুড-প্রোডাক্ট কোম্পানির প্রতিনিধি হিসেবে পৌর সদর এলাকায় কর্মরত ছিলো। 

স্থানীয়রা জানায়, ১০-১২ দিন আগে শ্বশুর বাড়িতে এসে জ্বরে আক্রান্ত হলে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবনে কিছুটা আরোগ্য হলেও রোববার দিবাগত রাতে হঠাৎ জ্বর ও শ্বাস কষ্ট বেড়ে যায় সজলের।  

এ ব্যাপারে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আখতারুজ্জামান বলেন, ‘করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ার বিষয়টি উপজেলা স্বাস্থ্য বিভাগকে কেউ অবহিত করেন নাই।’ 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি