রাণীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত : ১৬:২১, ১৩ জুলাই ২০২০
নওগাঁর রাণীনগরে নানার বাড়ীতে বেড়াতে এসে রাস্তার পার্শ্বে ডোবার পানিতে ডুবে নিরব হোসেন (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে উপজেলার আতাইকুলা মৎস্যজীবিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু নিরব একই উপজেলার নয়াহরিশপুর গ্রামের আইনুল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শিশু নিরব বাবা-মা’র সাথে সোমবার সকালে আতাইকুল গ্রামে নানা নুর মোহাম্ম্দ আলীর বাড়ীতে বেড়াতে আসে। দুপুরে খাবার শেষে বাড়ী থেকে গ্রামের বিশ্ববাঁধের উপরে দোকানে খাবার জিনিস নিতে যায়। ফিরে আসার সময় ডোবার পানিতে পরে মারা যায়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার করে।
স্থানীয় ইউপি মেম্বার আসাদুজ্জামান তোতা বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যপারে রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) তারিকুল ইসলাম বলেন,এ ঘটনায় থানায় কেউ এখনও কিছু জানায়নি।
কেআই/
আরও পড়ুন