ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৩৬, ১৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশনের এক কিলোমিটার দূরে মাড়িয়া রেল গেটের পূর্বপার্শ্বে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও রেলওয়ের কীম্যান আব্দুল হালিম জানান, সোমবার সকালে ঢাকা থেকে রাজশাহীগামী ডাউন ম্যাংগো স্পেশাল ট্রেনে কাটা পড়ে ওই অজ্ঞাত যুবক। পরে বিষয়টি জানতে পেরে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তা ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশকে জানান। খবর পেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থল থকে মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

থানার এস আই জাকির হোসেন জানান, ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে।

ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ গোপাল কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ওই অজ্ঞাত যুবকের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি