ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মুজিববর্ষে নড়াইলে ঊষার আলোর বৃক্ষরোপণ কর্মসূচি

নড়াইল প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:১২, ১৩ জুলাই ২০২০

মুজিববর্ষ উপলক্ষে নড়াইলে ঊষার আলো সমাজকল্যাণ সংঘের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা।

এ সময় উপস্থিত ছিলেন, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান, ইমাম সমিতি নড়াইল সদর উপজেলার সভাপতি হাফেজ মাওলানা মাহবুবুর রহমান, ঊষার আলোর সভাপতি মিনহাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন, সদস্য সালাউদ্দিন ঈশান, বুরহান উদ্দিন প্রমুখ।

জেলা প্রশাসক বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে ঊষার আলো সমাজকল্যাণ সংঘের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়ায় তাদের ধন্যবাদ জানাই। আমাদের পক্ষ থেকেও নড়াইলে এ বছর প্রায় ১২ লাখ গাছের চারা রোপণ করব। আগামি ১৬ জুলাই এ কর্মসূচির উদ্বোধন করা হবে।’

সংগঠনটির সাধারণ সম্পাদক শাফায়াত হোসাইন জানান, ‘তাদের সংগঠনের উদ্যোগে বিভিন্ন এলাকাসহ সহস্রাধিক ফলজ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হবে।’

এআই/এমবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি