ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চৌদ্দগ্রামে ট্রাক থেকে ১৯ হাজার ইয়াবাসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৫, ১৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ট্রাকে করে পরিবহনকালে ১৯ হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১ এর সিপিসি-২। আজ সোমবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, বগুড়া জেলার শাহজাহানপুর থানার চকজুরা গ্রামের মৃত মনির উদ্দিন মন্ডলের ছেলে মো. ঠান্ডা মিয়া (২৪) এবং গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ থানার মোঘলটুলি গ্রামের সুজন শেখের ছেলে মো. ইয়াছিন শেখ (১৯)। 

এ সময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে।

কুমিল্লা র‌্যাব-১১ এর সিপিসি-২ লে. কর্নেল অধিনায়ক খন্দকার সাইফুল আলম জানান, ‘গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে দেশের বিভিন্ন স্থানে ইয়াবা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি