ঢাকা, শুক্রবার   ১১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নবাবগঞ্জে আরও ১১ জনের করোনা শনাক্ত

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৯, ১৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় আরও ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪৬ জনে। আজ সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ।

তিনি জানান, ‘গত ১১ জুন উপজেলার ২৬ জনের নমুনা নিয়ে ঢাকায় পাঠানো হয়। রোববার রাতে পাওয়া রিপোর্টে ওই ২৬ জনের মধ্যে ১১ জনের করোনা পজিটিভ এসেছে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলায় এ পর্যন্ত মোট আক্রান্ত ৩৪৬ জনের মধ্যে সুস্থ হয়েছেন ২৪২ জন। আর মৃত্যু হয়েছে ৪ জনের। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি