মিরসরাইয়ের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান এনায়েত হোসেন
প্রকাশিত : ১৮:৩৭, ১৩ জুলাই ২০২০ | আপডেট: ১৮:৩৯, ১৩ জুলাই ২০২০
মিরসরাই উপজেলার ১৬টি ইউনিয়ন পরিষদের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এনায়েত হোসেন নয়ন। ১৬টি ইউনিয়নের চেয়ারম্যানদের থেকে সার্বিক কাজের সফলতার জন্য শ্রেষ্ঠ চেয়ারম্যান ঘোষণা করা হয়।
রোববার ১৩ জুলাই মিরসরাই উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে শ্রেষ্ঠ চেয়ারম্যান সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
এসময় মিরসরাই উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন, ১৬ ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন তাহার সার্বিক কাজের সফলতার জন্য উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসিম উদ্দিন থেকে শ্রেষ্ঠ ইউনিয়ন চেয়ারম্যান হিসেবে সম্মাননা স্মারক গ্রহন করেন। সম্মাননা স্মারক গ্রহনের পর চেয়ারম্যান নয়ন সকলের কাছে দোয়া কামনা করে নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, আমার এ সফলতা আমাদের অভিভাবক ৭ বারের নির্বাচিত এমপি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি ও আগামী দিনের মিরসরাইবাসী অভিভাবক উন্নয়নের তারকা আইটি বিশেষজ্ঞ মাহবুবুর রহমান রুহেল ভাই এবং করেরহাট ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণকে উৎসর্গ করলাম।
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সার্বিক সহযোগিতায় ভবিষ্যতে যেন আরো ভালো কাজ করতে পারি সে জন্য সকলের দোয়া চাই। চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, আমি দোয়া করি এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে সম্মানের সাথে দায়িত্বপালন করে আরো বড়ো সুনাম যেন অর্জন করতে পারে। তার সততা, পরিশ্রম মূল্যায়নে এ সফলতা অর্জিত হয়েছে। আমি তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।
চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলার বিভিন্ন সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক নের্তৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা অভিনন্দন জানিয়েছেন। এছাড়া মিরসরাই প্রেসক্লাব, মিরসরাই স্বেচ্ছাসেবী সংগঠন শেষ বিদায়ের বন্ধু, করেরহাট উদয়ন ক্লাব, শান্তিনীড় সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন।
কেআই/
আরও পড়ুন