ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

কুমিল্লায় আরও ৯১ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০২, ১৩ জুলাই ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৯১ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৪৫৬৫ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১৭ জন, বুড়িচংয়ে ৮ জন, সদর দক্ষিনে ১১ জন,  বরুড়ায় ৩ জন, লাকসামে ৫ জন, নাঙ্গলকোটে ২৬ জন, চৌদ্দগ্রামে ১১ জন, আদর্শ সদরে ২ জন, লালমাইয়ে ৩ জন, হোমনায় ১ জন, মেঘনায় ২ জন ও মনোহরগঞ্জ ২ জন। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরণ  করেছে ১২২ জন। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনায় সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৫৬৫ জন আর মৃত্যুবরণ করেছেন ১২২ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৪৫৬৫ জনের মধ্যে নতুন ১১২ জনসহ ২৫৩৯ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১১৯৫ জন, দেবীদ্বারে ৩৬৮ জন, মুরাদনগরে ২৭৩ জন, চান্দিনায় ২২১ জন, লাকসামে ৩১০ জন, চৌদ্দগ্রামে ৩২৩ জন, বুড়িচংয়ে ৩০৬ জন, নাঙ্গলকোটে ২৭৮ জন, আদর্শ সদরে ১৬৭ জন, দাউদকান্দিতে ১৫৯ জন, সদর দক্ষিনে ১৫৩  জন, তিতাসে ১২৩ জন, ব্রাহ্মনপাড়ায় ৬৮ জন, বরুড়ায় ১৬৯ জন, মনোহরগঞ্জে ১৩৩ জন, হোমনায় ১৮১ জন, মেঘনায় ৪৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৭৮ জনসহ জেলায় মোট আক্রান্ত ৪৫৬৫ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনা ভাইরাস এর নমুনা সংগ্রহ ২২০৪৩ জন ও রিপোর্ট পাওয়া গেছে ২১৭৭৯ জনের।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি