ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেরপুরে বজ্রপাতে কলেজছাত্রসহ নিহত ২

শেরপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:১৯, ১৩ জুলাই ২০২০

কলেজছাত্র নবীন মিয়া

কলেজছাত্র নবীন মিয়া

শেরপুরে পৃথক বজ্রপাতের ঘটনায় নবীন মিয়া (১৮) নামে এক কলেজছাত্র ও রহিমা বেগম নামে এক গৃহবধূর প্রাণহানী ঘটেছে। আহত হয়েছেন আরও দুই নারী। সোমবার (১৩ জুলাই) বেলা আড়াইটার দিকে সদর উপজেলার ভাতশালা ও পাকুড়িয়া ইউনিয়নে এ দু’টি বজ্রপাতের ঘটনা ঘটে। 

নিহত নবীন মিয়া ভাতশালা ইউনিয়নের কুঠুরাকান্দা এলাকার সোহেল মিয়ার ছেলে। সে শেরপুর শহরের বিজ্ঞান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলো। অপর নিহত গৃহবধূ রহিমা বেগম পাকুড়িয়া ইউনিয়নের তাড়াগর গাংপাড় গ্রামের আতশ আলীর স্ত্রী। এসময় আহত আকলিমা খাতুন ও মোছা. বেগমকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বেলা আড়াইটার দিকে বৃষ্টির সময় আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে সদর উপজেলার ভাতশালার কুঠুরাকান্দা গ্রামের বাড়ীর পাশের স্কুল মাঠে কলেজছাত্র নবীন মিয়া বন্ধুদের সাথে ফুটবল খেলার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে, পাকুড়িয়ার তাড়াগর গ্রামের গাংপার এলাকায় বাড়ীর উঠোনে কাজ করার সময় বজ্রপাতে রহিমা বেগম নিহত হন। এসময় ওই ২ নারী আহত হন।

শেরপুর সদর থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি