ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

হিলি বন্দর গতিশীল করতে ভারত-বাংলাদেশের ব্যবসায়ীদের বৈঠক

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২২:২৬, ১৩ জুলাই ২০২০ | আপডেট: ২২:২৮, ১৩ জুলাই ২০২০

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মাঝে স্বাস্থ্যবিধি মেনে আমদানি রফতানি বানিজ্য আরো গতিশীল করার লক্ষ্যে দু'দেশের সিএন্ডএফএজেন্ট, আমদানি রফতানিকারক, বন্দর কতৃপক্ষ ও শ্রমিক নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

ভারতীয় ব্যবসায়ীদের আমন্ত্রনে সোমবার বিকেল ৩টায় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা দিয়ে ১৬ সদস্যের বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধি দলটি ভারতে প্রবেশ করেন। শুন্যরেখায় ভারতীয় ব্যবসায়ী প্রতিনিধি দলটি তাদের শুভেচ্ছা জানান। পরে ভারতের হিলি কাস্টম চত্বরে এক বৈঠকে মিলিত হন, পরে বৈঠক শেষে বিকেল ৫টার দিকে একইপথ দিয়ে পুনরায় দেশে ফিরে আসেন।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুনের নেতৃত্বে বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধি দলে আরো ছিলেন আমদানি রফতানিকারক গ্রপের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট আ্যসোসিয়েশনের সভাপতি কামাল হোসেন রাজ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সিএন্ডএফ এজেন্ট ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা, হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন, ম্যানেজার অশিত স্যানাল, শ্রমিক নেতা মোরশেদসহ আমদানি রফতানিকারক ও সিএন্ডএফ এজন্টসহ ১৬ সদস্যের প্রতিনিধি দল ছিলেন।

অপরদিকে ভারতের হিলি এক্সপোটার্স এন্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট আ্যসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি আলাউদ্দিন মন্ডল, সাধারণ সম্পাদক অশোক মন্ডলসহ আ্যসোসিয়েশনের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

হিলি স্থলবন্দর আমদানি রফতানিকারক গ্রুপের সভাপতি ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন জানান, ভারত অভ্যন্তরে দু'দেশের ব্যবসায়ীদের মাঝে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে হিলি স্থলবন্দর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে কিভাবে আমদানি রফতানি বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল করা যায়, আমদানি রফতানি কার্যক্রম পরিচালনা করতে বন্দরের অন্যান্য যেসব সমস্যা রয়েছে সেগুলো চিহ্নিহ করে তা নিরসন কল্পে আলোচনা করা হয়েছে। 

এছাড়াও বন্দরের একমুখি রাস্তা থাকায় চাহীদা মোতাবেক পণ্য আমদানি রফতানি কার্যক্রম সম্পূর্ণ করা সম্ভব হচ্ছেনা সেকারণে বিকল্প রাস্তা নির্মাণের বিষয় নিয়ে আলোচনা হয়। একই সাথে তাদের নতুন কমিটি গঠন হওয়ায় তাদেরকে আমাদের সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।
কেআই/  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি