ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে দুই পুলিশসহ আক্রান্ত আরও ৬ 

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৭, ১৪ জুলাই ২০২০ | আপডেট: ১১:৫০, ১৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ঠাকুরগাঁওয়ে দুই পুলিশ সদস্যসহ নতুন করে ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬২ জনে দাঁড়িয়েছে। সোমবার (১৩ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

নতুন আক্রান্তদের মধ্যে সদর ও পীরগঞ্জ উপজেলায় ২ জন করে। অপর দুইজন বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলার বাসিন্দা। 

এর মধ্যে সদর উপজেলায় আক্রান্ত দুইজনই পুলিশ সদস্য। এছাড়া পীরগঞ্জ উপজেলায় আক্রান্ত ২০ বছর বয়সী এক কলেজ ছাত্রী ও ৫৭ বছর বয়সী এক পুরুষ। তাদের বাড়ি রঘুনাথপুর ও জগথা গ্রামে। 

অপরদিকে, বালিয়াডাঙ্গী উপজেলায় আক্রান্ত ৩৫ বছর বয়সী বেসরকারি একটি ব্যাংকের ম্যানেজার। অপরজন হরিপুর উপজেলার জীবনপুর গ্রামের ৪৫ বছর বয়সী এক নারী।

জেলায় আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ১৯০ জন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন। আর মৃত্যু হয়েছে ২ জনের।

এআই/এমবি 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি