ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে যুবককে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:৪৭, ১৪ জুলাই ২০২০

সিরাজগঞ্জের খোকশাবাড়ির সাটিকাবাড়িতে বাবু (৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত যুবক এলাকার ইজ্জত আলীর ছেলে। ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা জানান, বাবু গতকাল বিকেলে বের হয়ে আর বাড়িতে ফেরেনি। আজ মঙ্গলবার সকালে তার লাশ এলাকার জমিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ তা উদ্ধার করে মর্গে পাঠায়। তার মুখে কিল-ঘুষি ও আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে হত্যার কারণ না জানা গেলেও ধারনা করা হচ্ছে পুর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা তাকে হত্যা করেছে।

এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ওসি হাফিজুর রহমান জানান, ‘বাবু সুদের কারবারী ছিল। এ নিয়ে দ্বন্দ্বের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে কী-না ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি