ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হিলিতে এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৮, ১৪ জুলাই ২০২০

দিনাজপুরের হিলিতে প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। 

এ উপলক্ষে হাকিমপুর উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

হাকিমপুর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহসভাপতি মাহমুদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহানুর ইসলামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা আওলাদ হোসেন ও মোহাব্বত হোসেনসহ অনেকে।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি