ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

টেকনাফে অজ্ঞাত যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:১১, ১৪ জুলাই ২০২০

কক্সবাজারের টেকনাফে গুলিবিদ্ধ অজ্ঞাত যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ১০টার দিকে টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের মহেষখালীয়াপাড়া মেরিন ড্রাইভ সড়কের পাশ থেকে এ যুবকের মৃতদেহটি উদ্ধার করা হয়। 

তবে বিকাল পর্যন্ত উক্ত যুবকের মৃতদেহটি শনাক্ত করতে পারেনি বলে জানিয়েছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

টেকনাফ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ জানান, উদ্ধার হওয়া যুবকের কোনো পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স আনুমানিক ৩০। 

ধারণা করা হচ্ছে, মাদকব্যবসার অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে গোলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। নিহত যুবক কোনো রোহিঙ্গা মাদক কারবারি হতে পারে। ঘটনাস্থল থেকে ৪ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা গুলিবিদ্ধ যুবকের মৃতদেহ দেখে কেউ শনাক্ত করতে পারেনি। লাশের পরিচয় ও আসল ঘটনা উদঘাটন করার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি