ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সন্দ্বীপে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধের মৃত্যু 

ইলিয়াস কামাল বাবু,সন্দ্বীপ 

প্রকাশিত : ১৯:৩৩, ১৪ জুলাই ২০২০ | আপডেট: ১৯:৩৯, ১৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় প্রথমবারের মতো করোনায় আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুবরণকারী বৃদ্ধের নাম মোহাম্মদ শফিকুল ইসলাম (৭৫)। তার বাড়ি সন্দ্বীপ উপজেলার হারামিয়া ইউনিয়নের জমির উদ্দিন মালাদারের বাড়ীর বাসিন্দা বলে জানা গেছে।

তার মৃত্যু সম্পর্কে সন্দ্বীপ উপজেলা করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রন কমিটির সদস্য সচিব ও সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফজলুল করিম এই প্রতিবেদককে বলেন, মৃত শফিকুল ইসলাম এমনিতেই দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভূগছিলেন। ৫ দিন আগে তার করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। আজ মঙ্গলবার ১৪ জুলাই সকাল ১০টায় তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। আর বিকেল ৩টায় তিনি নিজ বাড়ীতে মারা যান।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি