ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মৌলভীবাজারে প্রবীণ সাংবাদিকরা পেলেন সম্মাননা

মৌলভীবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৫৬, ১৪ জুলাই ২০২০

বর্ষীয়ান সাংবাদিক এম এ সালামের সাংবাদিকতার অর্ধশত বর্ষ উদযাপন ও ষাটের দর্শকের প্রবীণ সাংবাদিকদের সম্মাননা দিয়েছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা মৌলভীবাজার। আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ সম্মাননা প্রদান করা হয়।  

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার-রাজনগর আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ইমজা মৌলভীবাজার সভাপতি শাহ অলিদুর রহমানের সভাপতিত্বে ইমজা সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জিয়াউর  রহমান, পৌরসভার মেয়র ফজলুর রহমান ও প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত। 

অনুষ্ঠানে সম্মাননা প্রদান করা হয় প্রবীণ সাংবাদিক এম এ সালাম, অ্যাডভোকট মুজিবুর রহমান মুজিব, গোলাম মুহিত খান, হারুনুর রশিদ অ্যাডভোকেট, দৈনিক মানব জমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী, গোলাম মুহিত খান ও এম এ মান্নানকে।

এ সময় প্রবীণ সাংবাদিকদের অনুসরণ করে নবীন সাংবাদিকদের সততা ও নিষ্ঠার সাথে দেশ, মানুষ এবং সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান প্রধান অতিথি সংসদ সদস্য নেছার আহমদ।

এআই// আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি