ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

চুয়াডাঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ২১:১৬, ১৪ জুলাই ২০২০

চুয়াডাঙ্গার নতুন ভান্ডারদোয়া থেকে ৯৫০গ্রাম গাঁজাসহ এক মাদক চোরাকারবারীকে আটক করেছে র‌্যাব। গ্রেফতারকৃত রিয়াজ আলী (১৯) সদর উপজেলার নতুন ভান্ডার দোয়া গ্রামের মো. আবু তালেব মিয়া ছেলে। মঙ্গলবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র‌্যাব সাংবাদিকদের এ তথ্য জানান।

র‌্যাব আরও জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‌্যাব-৬ এর সদস্যরা কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ও স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমানের নেতৃত্বে  চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোয়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক চোরাকারবারী রিয়াজ আলীকে গ্রেফতার করে। 

এসময় তাদের কাছ থেকে ৯৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সদর থানায় হস্তান্তর করা হয়। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি