ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৎস্য কর্মকর্তা নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ১৫ জুলাই ২০২০

সিরাজগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছদরুল আমিন (৪৫) নামে এক মৎস্য কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে তাড়াশ-ভুইয়াগাতী সড়কের চন্ডীভোগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ছদরুল নিমগাছী মৎস্য চাষ প্রকল্প (রাজস্ব) প্রশাসনিক কর্মকর্তা। 

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফ্ফাত জাহান বলেন, ‘রাতে রায়গঞ্জে যাবার পথে রাস্তার মধ্যে রক্তাক্ত অবস্থায় ছদরুল আমিনকে একজন পড়ে থাকতে দেখে আমাদের খবর দেয়। পরে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি