ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে বিজিবি-চিকিৎসকসহ আক্রান্ত আরও ৫

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪২, ১৫ জুলাই ২০২০

ঠাকুরগাঁওয়ে এবার হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজিবি সদস্যসহ নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সদরের চারজন, অপরজন বালিয়াডাঙ্গী উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬৭ জনে দাঁড়িয়েছে।

আক্রান্তদের মধ্যে চিকিৎসা নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ১৯০ জন। মৃত্যু হয়েছে ২ জনের। মঙ্গলবার (১৪ জুলাই) রাতে এ তথ্য নিশ্চিত করেন জেলা সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় শহরের কলেজপাড়ার ৩৮ বছর বয়সী এক পুরুষ, শান্তিনগর এলাকায় ১৩ বছর বয়সী এক কিশোরী, সদর হাসপাতালের এক বিশেষজ্ঞ চিকিৎসক ও বিজিবির এক সদস্য। এছাড়া জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বাসুনিয়া গ্রামের ৩১ বছর বয়সী এক পুরুষ। 

এদিকে, করোনার বিস্তার রোধে মঙ্গলবারও ঠাকুরগাঁও থেকে সন্দেহভাজন ১৫ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য দিনাজপুরে পাঠানো হয়েছে। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি