ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে পিবিআই’র নতুন পুলিশ সুপারের যোগদান

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৭:০৩, ১৫ জুলাই ২০২০

পুলিশ সুপার মোঃ আল মামুন

পুলিশ সুপার মোঃ আল মামুন

বাংলাদেশ পুলিশের বিশেষ সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), বাগেরহাটের প্রধান হিসেবে যোগদান করেছেন পুলিশ সুপার মোঃ আল মামুন। মঙ্গলবার (১৪ জুন) তিনি বাগেরহাট পিবিআই কার্যালয়ে যোগদান করেন। এর মাধ্যমে এই প্রথম পিবিআই বাগেরহাট কার্যালয়ে পুলিশ সুপার পদমর্যাদার কোন কর্মকর্তার পদায়ন করা হলো।

পটুয়ায়খালী জেলার সন্তান নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশ, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‍্যাব), এপিবিএন, সিরাজগঞ্জ, চাপাইনবাবগঞ্জ ও জয়পুরহাট পুলিশে কর্মরত ছিলেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোষ্ট ও মালিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বাগেরহাটে সঠিকভাবে দায়িত্বপালনের জন্য স্থানীয় গণমাধ্যম ও সুশীল সমাজসহ সকলের সহযোগিতা কামনা করেছেন নব নিযুক্ত পুলিশ সুপার মোঃ আল মামুন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি