ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কুমিল্লায় নতুন ৮৩ জন করোনায় আক্রান্ত

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৮, ১৫ জুলাই ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘন্টায় ৮৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছে ৪৬৯৮ জন। নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে কুমিল্লা সিটি কর্পোরেশনে  ২৬ জন, হোমনায় ৮ জন, তিতাসে ১০ জন, দেবীদ্বারে ১ জন, দাউদকান্দিতে ৬ জন,  বরুড়ায় ৬ জন, লাকসামে ২ জন, চৌদ্দগ্রামে ১ জন, সদর দক্ষিনে ৭ জন, নাঙ্গলকোটে ১৪ জন ও মনোহরগঞ্জ ২ জন। এ পর্যন্ত জেলায় নতুন ১ জনসহ মোট মৃত্যুবরণ করেছে ১২৪ জন। 

কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বুধবার বিকেল পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ৪৬৯৮ জন আর মৃত্যুবরণ করেছেন ১২৪ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ৪৬৯৮ জনের মধ্যে নতুন ৫৮ জনসহ ২৬৯১ জন সুস্থ হয়েছেন।

উপজেলাওয়ারী আক্রান্ত হলো কুমিল্লা সিটি কর্পোরেশনে কুমিল্লা সিটি কর্পোরেশনে ১২৩২ জন, দেবীদ্বারে ৩৭৮ জন, মুরাদনগরে ২৭৮ জন, চান্দিনায় ২২৫ জন, লাকসামে ৩১৬ জন, চৌদ্দগ্রামে ৩২৯ জন, বুড়িচংয়ে ৩১১ জন, নাঙ্গলকোটে ২৯২ জন, আদর্শ সদরে ১৬৮ জন, দাউদকান্দিতে ১৬৫ জন, সদর দক্ষিনে ১৬০ জন, তিতাসে ১৩৩ জন, ব্রাহ্মনপাড়ায় ৬৮ জন, বরুড়ায় ১৮০ জন, মনোহরগঞ্জে ১৩৭ জন, হোমনায় ১৮৯ জন, মেঘনায় ৪৪ জন, কুমিল্লা মেডিকেল কলেজে ২০ জন ও লালমাইয়ে ৭৯ জনসহ জেলায় মোট আক্রান্ত ৪৬৯৮ জন। কুমিল্লায় এ পর্যন্ত করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ২২,৫২৬ জন ও রিপোর্ট পাওয়া গেছে ২২,২৯৮ জনের।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি