ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হাতিয়ায় নৌকাডুবিতে ৩ জনের মৃত্যু, জীবিত উদ্ধার ১১

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৯, ১৫ জুলাই ২০২০ | আপডেট: ১৮:২২, ১৫ জুলাই ২০২০

নোয়াখালীর হাতিয়া উপজেলায় একটি জেলে নৌকা ডুবে ৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার এ ঘটনায় আজ বুধবার দুপুর পর্যন্ত ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩ দিন আগে হাতিয়া উপজেলার চেয়াররম্যান ঘাট থেকে ১৪ জন জেলে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সাগরে যায় একটি জেলে নৌকা। এক পর্যায়ে গতকাল (১৪ জুলাই) রাত সাড়ে ৭টার দিকে জেলে নৌকাটি ভাসানচরের কাছাকাছি চর রাঙ্গুনিয়ার দক্ষিণে ডুবে যায়। পরে গতকাল রাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত তিনজনের মৃতদেহ ও ১১ জনকে জীবিত উদ্ধার করা করা হয়। 

নিহতরা হলেন- সুবর্ণচর উপজেলার বাসিন্দা শুকলব দাস, প্রাণনার্গ ও সৌরভ। হাতিয়া থানার মোরশেদ বাজার ফাঁড়ির ইনচার্জ আব্দুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।

কেআই/এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি