ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

সিরাজগঞ্জে বয়স্ক,বিধবা ও প্রতিবন্ধীদের মাঝে ভাতা বই বিতরণ 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:২৭, ১৫ জুলাই ২০২০ | আপডেট: ২০:২৯, ১৫ জুলাই ২০২০

সিরাজগঞ্জে বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা ভাতা বই বিতরণ করা হয়েছে। শহর সমাজসেবা কার্যালয় ও সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে বুধবার দুপুরে পৌরসভার হলরুমে ভাতা বই  বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।

সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফিরোজ মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব এ্যাডভোকেট কে.এম হোসেন আলী হাসান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, প্যানেল মেয়র হেলাল উদ্দিন প্রমুখ। এছাড়া যুবলীগের সাধারণ সম্পাদক একরামুল হক, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি প্রমুখ। 

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন,জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ মতিয়ার রহমান। ২০১৯-২০ অর্থ বছরের নতুন ভাতা বহির বয়স্ক ৩০১ জন, বিধবা ১১১ জন, প্রতিবন্ধি ২১৯ জনের মধ্যে ভাতা বই বিতরণ করা হয়। ভাতা বই বিতরণ অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে পৌর কর্মকর্তা কর্মচারী এবং সকল কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি