ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কলারোয়ায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ২০:৪৭, ১৫ জুলাই ২০২০

সাতক্ষীরার কলারোয়ায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্র্যাচ  বিতরণ করা হয়েছে। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী আফিসার মৌসুমী জেরীন কান্তার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রকৌশলী নাজমুল হক, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, সহকারি প্রকৌশলী সাইফুল ইসলাম, কম্পিউটার অপারেটর শরিফুল ইসলামসহ অতিথিবৃন্দ। 

উল্লেখ্য,স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ২০১৯-২০ অর্থায়নে উপেজলা প্রশাসনের বাস্তবায়নে ও এডিপি (বার্ষিক উন্নয়ন কর্মসূচির) আওতায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে ৩০ জন প্রতিবন্দীদের মাঝে হুইল চেয়ার ও ক্র্যাস বিতরণ করা হয়। এর আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অস্বচ্ছল পুরুষ ও মহিলাদের জন্য গরু, ছাগল, হাস, মুরগী পালনের উপর ১০ দিনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়।
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি