ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

দেশে আক্রান্তের সঙ্গে বেড়েছে প্রাণহানি ও সুস্থতা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৪, ১৬ জুলাই ২০২০

রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ সারা দেশে নমুনা পরীক্ষার হার কমলেও আগের তুলনায় বেড়েছে করোনাক্রান্তের হার। অনেকে সুস্থ হলেও আশঙ্কাজনকহারে বাড়ছে মৃতের সংখ্যাও। 

গত ৮ মার্চ দেশে প্রথম তিনজনের করোনা শনাক্ত হয়। যাদের দু’জনই ছিলেন বর্তমান করোনায় ছেয়ে যাওয়া নারায়ণগঞ্জের বাসিন্দা। অন্যজন মাদারীপুরের। শুরুতে বিদেশফেরতদের সংস্পর্শের মাধ্যমে ছড়ালেও এখন তা প্রকট আকার ধারণ করেছে অবাধ চলাফেরা ও স্বাস্থ্যবিধি না মানার কারণে। 

গতকাল বুধবার পর্যন্ত দেশে ১ লাখ ৯৩ হাজার ৫৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২ হাজার ৪৫৭ জন। তবে, সুস্থতা লাভ করেছেন ১ লাখ ৫ হাজার ৫২৩ জন রোগী। বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮৫ হাজারের বেশি। 

তবে, স্বাস্থ্য অধিদপ্তরের কাছে ৪৭ শতাংশের বেশি এলাকা ভিত্তিক কোন তথ্য নেই। এমনকি রাজধানী ঢাকাতেও সংক্রমণের হালনাগাদ তথ্য নেই। গতকাল পর্যন্ত শুধু ঢাকা জেলাতেই আক্রান্ত ৪১ হাজার ৮৭৪ জন। আর ঢাকার বাহিরে চট্টগ্রামে সর্বোচ্চ ১১ হাজার ৫৯৭ জন।  

এদিকে, করোনা আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফেরদৌস আরা সুন্নার মৃত্যু হয়েছে। বুধবার রাতে সদর হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আর জেলায় নতুন ১৩ জন-সহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৩৬ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০৫ জন। 

গোপালগঞ্জে আরও একজনের মৃত্যু হয়েছে।  নতুন ৪২ জন-সহ শনাক্তের সংখ্যা ১ হাজার ১৩৫ জন। রংপুরে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আর গত ২৪ ঘন্টায় এক চিকিৎসক, ৬ পুলিশ ও এক আনসার-ভিডিপি সদস্যসহ ৩৪ জন করোনা শনাক্ত। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৩৬৪ জনে। সুস্থ হয়েছেন ৯২৫ জন। 

চাঁদপুরে পুলিশ সদস্যসহ নতুন ২৫ জন আক্রান্ত, মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৬৬ জনে। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭৫৩ জন। কুমিল্লায় নতুন ৮৩ জনসহ মোট আক্রান্ত ৪ হাজার ৬৯৮ জন, নতুন ৫৮ জনসহ সুস্থ ২ হাজার ৬৯৮ জন। 

সিলেট বিভাগে নতুন করে ১১২ জন করোনা শনাক্ত হয়েছেন। গাজীপুরে নতুন ৩৯ জনসহ মোট শনাক্ত ৩ হাজার ৯৩১ জন। সুস্থ হয়েছেন ১ হাজার ৭৭১ জন।

গত দুই সপ্তাহের পর্যালোচনায়, দেশের প্রায় সব জেলায় কমবেশি সংক্রমণ আগের তুলনায় বেড়েছে। এর মধ্যে রাজশাহী, ফরিদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, খুলনা ও বরিশালে আশঙ্কাজনকহারে বাড়ছে সংক্রমণ। 

আক্রান্তদের মধ্যে চিকিৎসক, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, স্বাস্থ্যকর্মীরাও রয়েছেন। এমন অবস্থায় স্বাস্থ্যবিধি মানা ও অপ্রয়োজনে বাহিরে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। 

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি