ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

মুজিববর্ষে ১২ লক্ষাধিক বৃক্ষরোপণ হবে নড়াইলে

নড়াইল প্রতিনিধি  

প্রকাশিত : ১৫:২৪, ১৬ জুলাই ২০২০

মুজিববর্ষ উপলক্ষে নড়াইল জেলায় ১২ লক্ষাধিক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আনজুমান আরা। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সিভিল সার্জন ডাক্তার আবদুল মোমেন, জেলা শিক্ষা অফিসার ছায়েদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফখরুল হাসান প্রমুখ।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ‘মুজিববর্ষ উপলক্ষে এ বছর নড়াইলে ১২ লক্ষাধিক বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষুধি গাছ রোপণ করা হবে। এসব গাছ বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস চত্বর, রাস্তার দুইপাশে, পতিত জমিসহ জেলার সর্বত্র রোপণের উদ্যোগ নেয়া হয়েছে। এসব গাছ পরিচর্যার ক্ষেত্রে উপকারভোগী নির্ধারণ করা হবে।’

এছাড়া জেলার প্রতিটি ইউনিয়নে একটি করে মিশ্র ফল বাগান তৈরি করা হবে। এ কাজে তরুণ উদ্যোক্তাদের সম্পৃক্ত করা হবে বলেও জানান তিনি। 

এআই/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি