ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

ভান্ডারিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৪, ১৬ জুলাই ২০২০ | আপডেট: ১৫:৩৫, ১৬ জুলাই ২০২০

ভান্ডারিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের একটি চিত্র।

ভান্ডারিয়া উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের একটি চিত্র।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে এক কোটি বৃক্ষের চারা রোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। 

এরই ধারাবাহিকতায় পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে বনজ ও ফলজ গাছের চারা রোপন করে এ কর্মসূচির উদ্বোধন করেন ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি জনাব ফাইজুর রশিদ খসরু জমাদ্দার ও সধারণ সম্পাদক এবং উপজেলা চেয়ারম্যান জনাব মিরাজুল ইসলাম।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এহসাম হাওালাদার, যুবলীগ নেতা লিটন পেশকার, তানভীর আহমেদ নেহার, এইচ এম মিরাজসহ স্থানীয় অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান জনাব মিরাজুল ইসলাম জানান, উপজেলাজুড়ে এই বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি