ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আখাউড়ায় সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৭:১৭, ১৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সৌদি আরব প্রবাসী রিপন খানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (১৫ জুলাই) গভীর রাতে পৌর এলাকার দেবগ্রামে এই ডাকাতির ঘটনায় প্রবাসী রিপন খানের বাড়ি থেকে স্বর্ণালংকারসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। খবর পেয়ে বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রবাসী রিপন খান জানান, বুধবার পরিবারের লোকজন নিয়ে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বুধবার রাত ২টার দিকে ৬-৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল তার বাড়ির কলাপসিবল গেইট ও দরজা ভেঙ্গে প্রথমে তার বাসার ভাড়াটিয়া সাইদুর রহমানের (ব্র্যাক ব্যাংকের এরিয়া ম্যানেজার) ঘরে প্রবেশ করে অস্ত্রের মুখে ঘরের লোকজনকে জিম্মি করে ৩৩ হাজার টাকা, দুটি মোবাইল সেট নিয়ে নেয়। পরে ডাকাত দল তার ঘরের (প্রবাসী রিপন খানের) তালা ভেঙ্গে নগদ ৭৫ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে যায়।

এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি