ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

মুজিববর্ষে বরিশালে ২ লাখ বৃক্ষরোপণ শুরু

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৯:০৮, ১৬ জুলাই ২০২০

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে ২ লাখ ৩ হাজার ২৫০টি বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হয়েছে। জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ কার্যক্রম বাস্তবায়ন হবে। 

আজ বৃহস্পতিবা দুপুর ১টায় নগরীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। 

এ সময় সামাজিক বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা জি এম রফিক আহাম্মেদ, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মাহাবুবা হোসেন উপস্থিত ছিলেন।  

এআই//এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি