ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন 

এম হেদায়েত,সীতাকুণ্ড  

প্রকাশিত : ১৯:৪৮, ১৬ জুলাই ২০২০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সারাদেশে এক কোটি বৃক্ষরোপন কর্মসূচীর অংশ হিসেবে চট্টগ্রামের সীতাকুণ্ডে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি চট্টগ্রাম-৪ সীতাকুণ্ডের সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম। 

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রাম উপকূলীয় বন বিভাগের সহযোগিতায় ২০,৩২৫টি চারা ও ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে আরও ৫৭০০টি চারারোপন কার্যক্রমের উদ্বোধন করেন সাংসদ।

সীতাকুণ্ড প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনকে ফলদ, বনজ ও ঔষুধি নানারকম গাছের চারা হস্তান্তর ও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপন করা হয়। 

এছাড়া কর্মসূচীতে উপস্থিত থেকে সহযোগিতা করেন চট্টগ্রাম উত্তর বনবিভাগের কুমিরা রেঞ্জ ইউএনও মিল্টন রায়ের সভাপতিত্বে উপজেলা পরিষদের কর্মসূচীতে আরও উপস্থিত ছিলেন,পৌরসভার প্যানেল মেয়র হারাধন চৌধুরী বাবু, সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, কুমিরা রেঞ্জ কর্মকর্তা উত্তম কুমার দত্ত, উপকুলীয় রেঞ্জ কর্মকর্তা আবুল কালাম আজাদ, পৌরকাউন্সিলর জুলফিকার আলী মাসুদ শামীম, আ’লীগ নেতা জাহাঙ্গীর ভূঁইয়াসহ অনেকে। অপরদিকে একইদিন দুপুর দেড়টায় উপজেলার ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের উদ্দ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। 

ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নাজিম উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মিল্টন রায়। ভাটিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, তারা মোট ৫৭০০টি গাছের চারারোপন করবেন। পরিষদের নিজস্ব ৩ হাজার, এমপি দিদারুল আলম কর্তৃক প্রদত্ত ২ হাজার এবং অন্যান্য সহযোগিতায় আরো ৭০০টি চারারোপন করা হচ্ছে।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি