ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মুজিবর্ষ উপলক্ষে বাগেরহাটে বৃক্ষরোপন কর্মসূচি শুরু

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৯, ১৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

মুজিবর্ষ উপলক্ষে বাগেরহাট জেলাব্যাপি বৃক্ষরোপন কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে বাগেরহাট জেলা জজ আদালত চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান, সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মাদ বেলায়েত হোসেন, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আবুল কালাম, বাগেরহাট জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর মোহাম্মাদ আলীসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাগেরহাট জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাটে নানা ইতিবাচক উদ্যোগ নিয়েছিলাম। এর মধ্যে অনেকগুলো আমরা বাস্তবায়ন করেছি। মুজিববর্ষ উপলক্ষে বাগেরহাট জেলার ৯ উপজেলায় এক লাখ ৮২ হাজার ৯‘শ ২৫টি বৃক্ষ রোপনের উদ্যোগ নিয়েছি। এর মধ্যে আমলকি, হরতকি, বহেরা, লেবু, ডালিম, তেতুল, আমড়া, জারুল, অর্জুনসহ নানা প্রকার ফলজ, বনোজ ও ঔষধী গাছ রয়েছে। \

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব চারা রোপন শেষ হবে বলেই জানান তিনি।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি