ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বাড়ির দরজা কেটে ছাত্রলীগ নেতার দুটি মোটরসাইকেল চুরি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত : ২২:১৫, ১৬ জুলাই ২০২০ | আপডেট: ২২:১৬, ১৬ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

যশোরের বেনাপোলের ছাত্রলীগ নেতা নাসির হোসেনের বাড়ি থেকে দুইটি দামি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার গভীর রাতে শার্শা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির হোসেনের নিজ বাড়ি থেকে ইয়ামাহা এফ জেড ও এস ইয়ামাহা এফ জেড ব্লু ও কালো রংয়ের এ দুটি মোটর সাইকেল গ্রিল কেটে নিয়ে যায়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি জিডি করা হয়েছে।

শাশা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসির হোসেন বলেন, গভীর রাতে যখন বাসার সবাই ঘুমিয়ে ঠিক তখনই বাড়ির মেইন দরজায় লাগানো কলপসিবল গেটের তালা ভেঙে দৃর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে। সিড়ির নিচের থাকা মোটরসাইকেল দুইটি নিয়ে যায়। 

সকালে ঘুম থেকে উঠে দেখি আমাদের মেইন দরজা গেটের তালা ভাঙা এবং মোটরসাইকেল দুইটি নেই। পরে বেনাপোল পোর্ট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। 

বেনাপোল পোর্ট থানার এএসআই আলমগীর হোসেন বলেন, দুটি মোটরসাইকেল চুরি হওয়ার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা চোর এবং মোটরসাইকেল দুটি উদ্ধার করার কার্যক্রম চালাচ্ছি। 
কেআই/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি