ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

খুলনায় প্রতিপক্ষের গুলিতে নিহত ২, গুলিবিদ্ধ ৬

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:১৪, ১৭ জুলাই ২০২০

খুলনার খানজাহান আলী থানাধীন ইস্টার্ণ জুট মিল এলাকায় মসজিদের কমিটিকে কেন্দ্র করে দু'পক্ষের মধ্যে গোলাগুলিতে দুজন নিহত ও কমপক্ষে ৬ জন আহত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে এই ঘটনা ঘটে। 

আহতদের ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত ঘোষণা করেন। 

নিহতরা হচ্ছেন- নজরুল ইসলাম (৬০) ও গোলাম রসুল (৩০)। গুলিবিদ্ধ ছয়জনকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এরা হচ্ছেন- সাইফুল, শামীম, রবি, সুজন, রানা ও খলিল।

খান জাহান আলী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকাত আলী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, একটি মসজিদের কমিটিকে কেন্দ্র করে দু‌ই গ্রুপের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাতে ওই ঘটনায় বৈঠক চলছিল। তারই এক পর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি