ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

কুষ্টিয়ায় করোনায় চিকিৎসকের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১০, ১৭ জুলাই ২০২০

অধ্যাপক এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি

অধ্যাপক এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি

কুষ্টিয়া মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক এস এম নুর উদ্দিন আবু আল বাকী রুমি (৪৮) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। 

আজ শুক্রবার রাত তিনটায় তিনি চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে তিনি মৃত্যুবরন করেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) তাপস কুমার সরকার সকালে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, নুর উদ্দিন ডায়বেটিস রোগী ছিলেন। তাঁর বাড়ি মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার দারিয়াপুরে। লাশ ঢাকা থেকে সেখানেই নেওয়া হচ্ছে।

জেনারেল হাসপাতাল সূত্র জানায়, গত ৩ জুলাই নুর উদ্দিনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। ডায়বেটিস রোগী হওয়ায় অবস্থার অবনতির আশঙ্কায় তাকে ওই দিন রাতেই ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়। সেখানে তার শরীরের অবস্থা উন্নতির দিকেই যাচ্ছিল। হঠাৎ করে গতকালই তার অবস্থার অবনতি হতে থাকে। 

পরে শুক্রবার রাত তিনটার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত ৬৫ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন। আর এতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬২ জন চিকিৎসকসহ ৫ হাজার ৫৯০ জন স্বাস্থ্যকর্মী। এর মধ্যে নার্স ১ হাজার ৫১৪ জন ও অন্যান্য স্বাস্থ্যকর্মী রয়েছেন ২ হাজার ১১৪ জন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি